মুখের ভেতরে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে?

দাঁতের ফাঁক দিয়ে যে রক্ত বের হয় সেটা রোজা নষ্ট করবে না। সে রক্ত কোন কারণ ছাড়া বের হোক অথবা কোন মানুষের আঘাতের কারণে বের হোক।তবে রোজাদারের জন্য ইচ্ছাকৃতভাবে এ রক্ত গিলে ফেলা হারাম; গিলে ফেললে রোজা নষ্ট হবে। রোজা অবস্থায় দাঁত থেকে বা মুখের ভেতরে অন্য কোনো জায়গা থেকে রক্ত বের হলে তা ফেলে দিতে হবে এবং কুলি করে মুখ ধুয়ে নিতে হবে। মুখের ভেতরে শুধু রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না যদি তা পেটে না যায়।

দাঁতের সমস্যার কারনে অনেকের দাঁত দিয়ে রক্ত পড়ে। এক্ষেত্রে প্রায় সময় এমন হয়; ঘুম থেকে উঠার পর মুখ দিয়ে থুতুর সঙ্গে রক্ত বের হয়। অনেক সময় রক্তের পরিমান খুবই বেশি হয়। রক্তের থোক বলা চলে। অনেক সময় থুতু ফেলার আগে অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে চলে যায়। অনেক সময় এমন হয় গলার অগ্রভাগে জমে থাকা ক্বফে রক্তের স্বাদ অনুভূত হয়। কফ ফেলতে গেলে রক্তের অংশই বেশি দেখা যায়।

অর্থাৎ স্পষ্টই বুঝা যায় ঘুমন্ত অবস্থায় রক্ত গলার ভেতরে গিয়েছে অথবা যাওয়ার পথে। এমন পরিস্থিতিতে যদি থুথু ও কফের তুলনায় রক্তের ভাগ সমান বা বেশি হয়, আর তা গলার ভেতর চলে যাওয়া নিশ্চিত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। অনিচ্ছাকৃত ভঙ্গ হওয়া রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে।

সূত্র: সহিহ বুখারি, হাদিস : ১৯৩৮, ১৯৪০; সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৬৪; বযলুল মাজহূদ ১১/১৭৭; ফতহুল বারী ৪/২০৬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *