পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ এ কয়েকটি দোআ বর্ণিত হয়েছে।
দোআ ১: হেদায়েত ও রহমত লাভের দোআ হিসাবে সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ৮ এ উল্লেখ করা হয়েছে –
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ ہَدَیۡتَنَا وَہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ
উচ্চারণঃ রাব্বানা লা-তুঝিগ-কুলুবানা বা’আদা ইজ হাদাইতানা, ওয়াহাব-লানা মিল্লাদুনকা রাহমাহ, ইন্নাকা আংতাল ওয়াহহাব
অর্থ: হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।
Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.
দোআ ২: পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ১৬ তে গুনাহ থেকে ক্ষমা লাভের দোআ বর্ণিত হয়েছে –
رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রাব্বানা ইন্নানা আ-মান্না ফাগফিললানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার
অর্থ : ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন’।
Our Lord, indeed we have believed, so forgive us our sins and protect us from the punishment of the Fire
দোআ ৩: নেককার সন্তান লাভের দোআ হিসাবে পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ৩৮ এ বর্ণিত হয়েছে –
رَبِّ ہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ
উচ্চারণঃ রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাতান, ইন্নাকা ছামিঊ-দ্দুআ
অর্থ : ‘হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী’।
My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication.
দোআ ৪: ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকার দোয়া পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ৫৩ এ বর্ণিত হয়েছে –
بَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَ اتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاکۡتُبۡنَا مَعَ الشّٰهِدِیۡنَ
উচ্চারণঃ রাব্বানা আ-মান্না, বিমা আংঝালতা ওয়াত্তাবাআনার-রাসূল, ফাকতুবনা মাআ-শাহীদিন
অর্থ : হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।
Our Lord, we have believed in what You revealed and have followed the messenger Jesus, so register us among the witnesses [to truth]
দোআ ৫: গুনাহ থেকে ক্ষমা ও সাহায্য প্রার্থনার দোয়া হিসাবে পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ১৪৭ এ বর্ণিত হয়েছে –
رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ
উচ্চারণঃ রাব্বানা-গফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়াং ছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।
অর্থঃ হে আমাদের রব! আমাদের পাপ এবং আমাদের কাজের সীমালংঘন আপনি ক্ষমা করুন, আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।
Our Lord, forgive us our sins and the excess [committed] in our affairs and plant firmly our feet and give us victory over the disbelieving people.
দোআ ৬: আগুনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ১৯১ এ বর্ণিত হয়েছে –
رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রাব্বানা মা-খালাক্বতা হাযা বাতিলা, ছুবহানাকা ফা-ক্বিনা আযাবান্নার
অর্থঃ হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর’।
Our Lord, You did not create this aimlessly; exalted are You [above such a thing]; then protect us from the punishment of the Fire.
দোআ ৭: গুনাহসমূহ ক্ষমা লাভের জন্য পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ১৯৩ এ বর্ণিত হয়েছে –
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعۡنَا مُنَادِیًا یُّنَادِیۡ لِلۡاِیۡمَانِ اَنۡ اٰمِنُوۡا بِرَبِّکُمۡ فَاٰمَنَّا ٭ۖ رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَکَفِّرۡ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِ
উচ্চারণঃ রাব্বান ইন্নানা ছামিআনা মুনাদিই, উনাদি লি-লইমান, আন আ-মিনু বিরব্বিকুম, ফা-আমান্না, রাব্বান ফা-গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না ছাইয়্যিয়াতিনা, ওয়াতাওয়াফফানা মাআ-ল আবরার।
অর্থঃ হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহবানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, ‘তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন’। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে।
Our Lord, indeed we have heard a caller calling to faith, [saying], ‘Believe in your Lord,’ and we have believed. Our Lord, so forgive us our sins and remove from us our misdeeds and cause us to die with the righteous.
দোআ ৮: কেয়ামতের দিন লাঞ্ছনা থেকে মুক্তি লাভের জন্য পবিত্র কোরআনের সূরা আল-ইমরান অধ্যায় ৩ আয়াত ১৯৪ এ বর্ণিত হয়েছে –
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَلَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ
উচ্চারণঃ রাব্বান ওয়াতিনা মা ওয়াত্বানা আলা রুসুলিক, ওয়ালা তুখঝিনা ইয়াওমাল ক্বিয়ামাহ, ইন্নাকা লা তুখলিফূল মি-আদ।
অর্থঃ হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না।
Our Lord, and grant us what You promised us through Your messengers and do not disgrace us on the Day of Resurrection. Indeed, You do not fail in [Your] promise.