পবিত্র কোরআনের সূরা নিসায় একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটিতে অত্যাচারী সম্প্রদায় থেকে মুক্তি এবং আল্লাহ সাহায্য কামনা করা হয়েছে। সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৭৫ বর্ণিত হয়েছে —
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ نَصِیۡرًا
উচ্চারণ : রাব্বানা আখরিজ না মিন হাযিহিল ক্বারইয়াতি-যালিমি আহলাহা, ওয়াজ-আললানা মিল-লাদুনকা ওয়ালিল্যা, ওয়াজ-আল-লানা মিল্লাদুনকা নাসিরা।
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এ যালিম অধ্যূষিত জনপথ হতে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকেও আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকেও আমাদের সাহায্যকারী করে দাও।
Our Lord, take us out of this city of oppressive people and appoint for us from Yourself a protector and appoint for us from Yourself a helper?