সালওয়ান মোমিকার গুলিবিদ্ধ দেহ মিলল সুইডেনে

২০২৩ সালে সুইডেনে কোরান পুড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন সালওয়ান মোমিকা। সংবাদ সংস্থা সূত্রে খবর সেই মোমিকাকেই গুলি করে মেরে ফেলা হয়েছে। স্টকহোম জেলা আদালত বৃহস্পতিবার একটি মামলার রায় ঘোষণাও স্থগিত করে দেয় এই ঘটনার জেরে। কারণ, সেই মামলার আসামী ছিলেন ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে গৃহযুদ্ধে ইরাক যখন বিধ্বস্ত এবং আইএস-এর হাতে যখন ক্যাথলিকদের চরম নিপীড়নের শিকার হতে হচ্ছে, সেই সময়েই অ্যাসিরিয়ান প্যাট্রিয়টিক পার্টিতে যোগ দেন সালওয়ান এবং দলের মসুলের সদর কার্যালয়ে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে মসুলের দখল নেয় আইএসআইএস। সেই সময় সন্ত্রাসবাদীদের ঠেকাতে ‘পপুলার মবিলাইজেশন ফোর্স’ (পিএমএফ)-এ যোগ দেন সালওয়ান। পরে ২০১৭ সালে জার্মানি পালিয়ে যান তিনি। ২০১৮-র এপ্রিল মাসে আশ্রয় চেয়ে পৌঁছে যান সুইডেনে।

সুইডেনে একাধিকবার পবিত্র কোরান পোড়ানোর ঘটনা ঘটানো মোমিকাকে এর আগে নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক কিছু গণ মাধ্যম। যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি। কোরান পোড়ানোর পর বিশ্বের একাধিক মুসলিম অধ্যুষিত দেশ প্রবল অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে। এমনকী, তাঁর এই কাণ্ডের জেরে একাধিক দেশে দাঙ্গা ও অশান্তি পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছিল।

ঘটনার মামলা চলছে স্টকহোম আদালতে চলছে। সেই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন সালওয়ান। তাঁর বিরুদ্ধে ধর্মীয় হিংসা ছড়ানো এবং বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেই মামলার রায় ঘোষণা করার কথা ছিল বিচারকের। কিন্তু, তার আগেই সালওয়ানের মৃত্যুর ঘটনাটি সামনে আসে। স্থানীয় সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার গভীর রাতে সোদারতালজের হবসজোয় সালওয়ান যেখানে থাকছিলেন, সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে গুলির ক্ষত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *