কুমিল্লায় ৯ বছরের শিশু ৬ মাসে কোরানে হাফেজ

কুমিল্লার দেবীদ্বারে ৬ মাসে হাফেজ হয়েছে মো. হোসাইন আহমেদ (৯) নামে এক শিশু। এ নিয়ে পরিবারে আনন্দ বিরাজ করছে। হোসাইন আহমেদ উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে উপজেলার বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রির ঠিকাদার মো. মামুন মিয়ার ছেলে।

এ বিষয়ে হোসাইন আহমেদের শিক্ষক হাফেজ মো. রিফাত হোসেন বলেন, হোসাইন আহমেদ খুব মেধাবী। সে আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ৬ মাসে কুরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *