প্রশ্ন : আমাদের দেশে সাধারণ প্রথা অনুযায়ী নারীরা স্বর্ণালংকার পরিধানের জন্য নাক-কান ছিদ্র করে এবং তাতে বিভিন্ন প্রকারের অলংকার ব্যবহার করে। আমার জানার বিষয় হচ্ছে, এভাবে নাক, কান ছিদ্র করাকে ইসলাম সমর্থন করে কি?
উত্তর : অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ছিদ্র করা রাসুল (সা.) ও সাহাবায়ে কিরামের যুগেও ছিল। তাই এ কাজকে ইসলামপরিপন্থী বলা যাবে না। (হিন্দিয়া : ৫/৩৫৭, আহসানুল ফাতাওয়া : ৮/১৯২)