প্রশ্ন: নামাজের মধ্যে প্রায় সময়ই আমার হাই আসে। এক্ষেত্রে আমার কী করা উচিত?
উত্তর: হাই নামাজের ভেতর আসুক বা বাইরে, সর্বাবস্থায় প্রথমেই তা রোধ করার চেষ্টা করবেন। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—হাই শয়তানের তরফ থেকে হয়। সুতরাং তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসাধ্য তা রোধ করে। কেননা কেউ হাই তুললে শয়তান তাকে নিয়ে হাসে। (সহিহ বুখারি, হাদিস ৬২২৬)
অন্য এক হাদিসে বিশেষভাবে নামাজের ক্ষেত্রেও এ হুকুম এসেছে। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— নামাজের মধ্যে তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসম্ভব তা রোধ করে। কেননা, শয়তান এ সময় (মুখ দিয়ে) প্রবেশ করে। (সহিহ মুসলিম, হাদিস ২৯৯৫; মুসনাদে আহমাদ, হাদিস ১১২৬২)