প্রশ্ন : শবে বরাতের নামাজ-রোজা নিয়ে ইসলাম কী বলে? শবে বরাত নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : শবে বরাত বলতে আমাদের সমাজে বুঝানো হয়, সাবান মাসের মধ্যে রজনী বা সাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে। কিন্তু শবে বরাত বলতে কোরআন ও হাদিসে কোনো নির্দিষ্ট ইবাদতের কথা আসেনি। যেহেতু এটি একটি ফারসি শব্দ সেহেতু কোরআনে আসাও সম্ভব নয়। এটিকে মূলত বলা হয়, লাইলাতুল সাবান। সাবান মাসের মধ্যরজনী। আর শবে বরাতের অর্থ হলো ভাগ্যের রজনী। একদল আলেম এই নিয়ে বিভ্রান্তি তৈরি করে থাকেন। তারা কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে তারা শবে বরাত নিয়ে বিভ্রান্তি তৈরি করে থাকেন। এসব একেবারে ভিত্তিহীন।
যদি লাইলাতুল সাবানের রাতের কথাকে কেউ ফজিলতের রাত হিসেবে মেনেই নেন, এই রাতের সুনির্দিষ্ট আমল করেন, কিংবা এই রাতে সুনির্দিষ্ট নামাজ পড়েন, কিংবা সিয়াম রাখেন, প্রথা হিসেবেই নেন–এসব কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। শবে বরাত কেন্দ্রিক কোনো সিয়াম নেই।
আর লাইলাতুল সাবান প্রতিটি রাতের মতোই এটি একটি রাত্রী। প্রতিটি রাতেই আমাদের আল্লাহ আসমানে নেমে আসেন। এসে বলেন—’তোমাদের মধ্যে কেউ কি ক্ষমাপ্রার্থনাকারী কেউ আছে? আমি তাকে ক্ষমা করব। কিংবা কেউ কি হেদাহেদ হতে চায়? আমি তাকে হেদায়েত করব।’
সুতরাং বলব যে, কেউ যদি প্রতিনিয়ত রাতের নামাজ পড়েন তিনি প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত ইবাদত করতে পারেন। নফল ইবাদত করতে পারেন নিজের মতো। তাতে কোনো বাধা নেই। এই রাতে নিজের মতো করে ব্যক্তিগত ইবাদত করতে পারেন। এ ছাড়া কোনো নির্দিষ্ট ইবাদত নেই।
-নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি একজন ইসলামীক স্কলার, লেখক, গবেষক এবং দ্বীনের একনিষ্ঠ দা’ঈ। ইসলামের প্রচার-প্রসারে স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্বও। তিনি ইসলামী গবেষণা, টিভি/ইউটিউব চ্যানেল এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। ফিকহ শারী’আহ, ইসলামী আইন ও আইনশাস্ত্র বিভাগ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, কিংডম অফ সৌদি আরব থেকে ব্যাচেলর, মাস্টার্স ও পিএচডি সম্পন্ন করেন।