বিশ্ব ইজতেমা : মোনাজাত উপলক্ষে বন্ধ থাকবে যান চলাচল

আখেরি মোনাজাতে মাধ্যমে আগামীকাল (রোববার) শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে মোনাজাত। এর জেরে আব্দুল্লাপুর ভেগড়া বাইপাস ও দৌড় ব্রিজ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করীম খান এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, ‘এ পর্যন্ত বিশ্ব ইজতেমার কোনো ঝুঁকি নেই। আখেরি মোনাজাতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কাজ করছে দশ হাজার স্বেচ্ছাসেবক।’ যে কোনো গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের সাহায্য চান তিনি।

এদিকে তাবলিগ জামাতের দুপক্ষকে এক করতে মুরব্বিরা তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছেন শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। তিনি বলেন, ‘মাওলানা সাদ সাহেব নেতৃত্ব থেকে বের হয়ে শুরার মাধ্যমে কাজ করলে এই বিরোধের অবসান ঘটতে পারে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *