ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার জুমা আদায়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে চলতি বছরের ইজতেমা। বিগত বছরগুলোর মতো এবারও বিশ্ব ইজতেমায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। জুমার নামাজের আগে ইজতেমার বিদেশি মেহমানদের গেট সংলগ্ন এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ সাহায্য তোলা হয়।

জানা গেছে, ইজতেমার ১০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মীরা মুসল্লিদের কাছ থেকে সাহায্য তোলেন। একই কারণে আরও কয়েকটি টিমও সাহায্য তোলে। মুসল্লিরাও তাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সহায়তা করেন। হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী আব্দুল হালিম বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকে। তাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে সব ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কামনা করছি।

রাকিবুল ইসলাম নামের আরেক কর্মী বলেন, আমরা সবাই শিক্ষার্থী ও হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী। আমরা ইজতেমার বিভিন্ন পয়েন্টে সাহায্য তুলছি। এ সাহায্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *